Breaking News
Loading...

Info Post



নামাযের পর মুনাজাত সম্পর্কে নবী কারীম সল্লাল্লাহু 'আলাইহী ওয়া সাল্লাম এর আমল

عن المغیرۃ بن شعبۃ رضي اللہ عنہ کان النبي صلی اللہ علیہ وسلم یدعو في دبر صلاتہ

(التاریخ الکبیر : ۶)

১। হযরত মুগীরা বিন শু'বা (রাঃ) বর্ণনা করেন যে, নবী আলাইহিস সালাম স্বীয় নামাযের শেষে দু'আ করতেন।

(ইমাম বুখারী (রহ) তারীখে কাবীরঃ ৬/৮০)

عن أنس رض کان النبي صلی اللہ علیہ وسلم إذا انصرف من الصلاۃ یقول :
اللہم اجعل خیر عمري أخرہ وخیر عملي خاتمہ، وخیر أیامي یوم ألقاک۰

(رواہ الطبراني في الأوسط : ۱/۱۸۷الحدیث ۹۴۱۱)

২। হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন যে নবী কারীম সল্লাল্লাহু 'আলাইহী ওয়া সাল্লাম যখন নামায থেকে ফারেগ হতেন তখন এ দু'আ করতেন। হে আল্লাহ! আমার জীবনের মধ্যে সবচেয়ে সুন্দর কর শেষ জীবনকে এবং আমার আমলের মধ্যে সবচেয়ে উত্তম কর শেষ আমলকে এবং আমার দিন সমূহের মধ্যে সবচেয়ে মনোরম কর তোমার
সাথে সাক্ষাতের দিনকে।

(তাবারানী আউসাতঃ ১০/১৮৭ হাঃ নং ৯৪১১)

بہن دبر کل صلاۃ۰

(رواہ النساءي : ۱۵۱ الحدیث ۵۴۶۵)

৩। হযরত আবু বকরা (রাঃ) বর্ণনা করেন যে, নবী কারীম সল্লাল্লাহু 'আলাইহী
ওয়া সাল্লাম প্রত্যেক নামাযের পর এ দু'আ করতেন, "হে আল্লাহ! আমি তোমার
নিকট কুফর, অভাব অনটন এবং দোযখের আযাব থেকে মুক্তি চাই।"

(নাসাঈ শরীফ ঃ ১/১৫১ হাঃ নং ৫৪৬৫)

عن زید بن أرقم سمعت رسول اللہ صلی اللہ علیہ وسلم یدعو في دبر کل صلاۃ
اللہم بنا ورب کل شيء۰

(رواہ أبو داود : ۱/۲۱۱ الحدیث ۱۵۰۸)

৪। হযরত যায়েদ বিন আরকাম (রাঃ) বলেন যে, নবী সল্লাল্লাহু 'আলাইহী ওয়া
সাল্লাম কে প্রত্যেক নামাযের পর এ দু'আ করতে শুনতাম, হে আল্লাহ যিনি
আমাদের প্রতিপালক এবং প্রত্যেক জিনিসের প্রতিপালক।

(আবু দাউদ ঃ ১/২১১ হাঃ নং ১৫০৮)

حدثنا محمد بن یحي الأسلمي قال : رأیت عبد اللہ بن الزبیر ورأي رجلا
رافعا یدیہ یدعو قبل أن یفرغ من صلاتہفلما فرغ منہ۰ قال لہ إن رسول اللہ
صلی اللہ علیہ وسلم لم یکن یرفع یدیہ حتی یفرغ من صلاتہ

৫। হযরত মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া (রহঃ) বলেন, 'আমি আব্দুল্লাহ বিন
যুবাইর (রাঃ) কে দেখেছি যে, তিনি এক ব্যক্তিকে সালাম ফিরানোর পূর্বে হাত
তুলে মুনাজাত করতে দেখে তার নামায শেষ হওয়ার পর তাকে ডেকে বললেন,
'রাসূলে পাক সল্লাল্লাহু 'আলাইহী ওয়া সাল্লাম কেবল নামায শেষ করার পরই
হস্তদ্বয় উত্তোলন করে মুনাজাত করতেন; আগে নয়।'

(ই'লাউস সুনান, ৩/১৬১)

عن السائب بن یزید عن أبیہ أن النبي صلی اللہ علہ وسلم کان إدا دعا فرفع
یدیہ مسح وجہہ بیدیہ۰

(رواہ أبو داود : ۱/۲۰۹الحدیث ۱۴۹۲)

৬। হযরত সায়িব বিন য়াযীদ (রাঃ) স্বীয় পিতা থেকে বর্ণনা করেন নবী কারীম
সল্লাল্লাহু 'আলাইহী ওয়া সাল্লাম যখন দু'আ করতেন তখন উভয় হাত উঠাতেন
এবং দু'আ শেষে হস্তদ্বয়কে চেহারায় মুছতেন।

(আবু দাউদ শরীফ ১/২০৯ হাঃ নং ১৪৯২)

عن أبي موسی الأشعري أنہ قال : دعا النبي صلی اللہ علیہ وسلم ثم رفع یدیہ
ورأیت بیاض إبطیہ۰

(رواہ البخاري : ۲/۹۳۸ الحدیث)

৭। হযরত আবু মূসা আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম দু'আর জন্য উভয় হাত উত্তোলন করেন। যদ্দরুন আমি তাঁর বগলের
সাদা অংশ দেখতে পাই।

(বুখারী শরীফ ২/৯৩৮ হাঃ নং ৬৩৪১)

عن عمر بن الخطاب کان رسول اللہ صلی اللہ علہ وسلم إذا رفع یدیہ في
الدعاء لم یحطہما حتی یمسح بہما وجہہ۰

(رواہ البخاري : ۲/۱۷۶ الحدیث ۶۳۴۱)

৮। হযরত উমর ফারুক (রাঃ) বর্ণনা করেন যে, নবী কারীম সল্লাল্লাহু 'আলাইহী
ওয়া সাল্লাম দু'আর জন্য যখন হাত তুলতেন তখন চেহারায় মুছার পূর্বে হাত
নামাতেন না।

(বুখারী শরীফ ২/১৭৬ হাঃ নং ৬৩৪১)

এ সকল হাদীস দ্বারা প্রমাণিত হল যে, নবী কারীম সল্লাল্লাহু 'আলাইহী ওয়া
সাল্লাম প্রত্যেক নামাযের পর মুনাজাত করতেন, চাই ফরজ হোক বা নফল এবং
মুনাজাত করার সময় দু'আর আদব হিসাবে উভয় হাত তুলতেন এবং শেষে উভয় হাত
চেহারার মধ্যে মুছতেন। আর নবী কারীম সল্লাল্লাহু 'আলাইহী ওয়া সাল্লাম
যখন এরূপ আমল করতেন তাহলে সাহাবাগণও (রাঃ) এ আমল করতেন। কারণ, নবী কারীম
সল্লাল্লাহু 'আলাইহী ওয়া
সাল্লাম এর আমল ও নির্দেশ-এর পরে সাহাবাগণ তার বিরুদ্ধাচারণ করতে পারেন না।
সম্পাদনায়ঃ জুবায়ের আহমেদ