Breaking News
Loading...

Info Post

যেকোন বিপদে নিজের সৎ আমলের অছিলা দিয়ে আল্লাহ্‌র কাছে সাহায্য চাওয়া বৈধ

বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখ আছে তিন ব্যক্তির ঘটনা। যারা একদা সফরে বের হয়ে পর্বত-গুহায় আটকে যায়। এরপর তারা তিনজন তাদের তিনটি নেক আমল এর অছিলা দিয়ে আল্লাহ্‌র কাছে সাহায্য চান। এবং তারা এই বিপদ থেকে মুক্তি লাভ করেন।
প্রথম ব্যক্তিটি তার পিতা-মাতাকে খেদমত করা তার একটি নেক আমল এর অছিলা দিয়ে আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করেন, আল্লাহ্‌ আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাকে এই বিপদ থেকে রেহাই দাও।
দ্বিতীয় ব্যক্তিটি একটি মহিলাকে অনেক ভালোবাসতেন। তাকে একান্তে পেতে চাইলে মহিলাটি সম্মতি দেননি। এরপর যখন দুর্ভিক্ষ এলো তখন ঐ ব্যক্তিটি কিছু অর্থের বিনিময়ে মহিলাটির সাথে যৌন মিলন করতে চাইলো। মহিলাটি অভাবের তাড়নায় রাজি হলো। এরপর যৌন মিলন করতে উদ্যত হবার পর মহিলাটি বললেন, আল্লাহ্‌কে ভয় করো, অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করোনা। এরপর লোকটি দূরে সরে গেলেন, এবং সেই অর্থও ফেরত নিলেন না। এই নেক কাজের অছিলায় তিনি বিপদ থেকে মুক্তি চাইলেন।
তৃতীয় ব্যক্তির কাছে এক মজুরের মজুরী গচ্ছিত ছিলো। তিনি তা দিয়ে ব্যবসা করে অনেক উঠ, ছাগল, গাভী, গোলাম ইত্যাদি লাভ করলেন। পরে ঐ মজুর এসে যখন তার মজুরী চাইলো তখন তিনি তাকে ঐ অর্থ দিয়ে ব্যবসায় লাভ করা সকল সম্পদ দিয়ে দিলেন। এবং এই নেক আমলের অছিলায় বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করলেন।
আল্লাহ্‌ তা'আলা এই তিন ব্যক্তির নেক আমলের অছিলায় তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন।
[মূল হাদিস এর সংক্ষিপ্ত আকারে লেখা]
[বুখারী, ২২১৫, মুসলিম, ২৭৪৩, রিয়াযুস স্ব-লিহীন, পাতা-৮]